উচ্চারি,ঐ পথের ধুলো বিরহে শায়িত ব্যথা
দরিয়া কিনারে পৃথিবীর ধ্যান বিলিয়ে দিয়েছে যেথা।
বাতাসের সাথে পাতা নড়ে,যবে সিংহ দুয়ার খুলি
সাধনা করেও কেন্দ্রবিমুখ,তীব্র সাধের বুলি।
কান ফাটিয়ে দেয় হুইসেল;আর তার সাথে
উর্ধ্ব-নিম্ন বিচরণ ঐ সর্ব্নাশী পর্দায়।
যারা রাইফেল চালায় রং-রক্তের বিভেদ ভূলে
এই নিঃস্ব উপত্যকায়।
কে যেন ডাক দিয়ে নিয়ে যেতে চায় গহীন আড়ালে
সেখানে বন্দি মানুষের আর্তনাদ।
চাপা চিত্কারে ভরা, দুর্গন্ধময় দেয়াল
ওরা কখনো করেনি খেয়াল।
শুধু দেখে এসেছি ব্যগ্র চোখের মণি
নাচে মুক্তির নেশায়
তবু লোমশ বাহিনী প্রহার করে
জালিমের মতো শাসায়।
একটিবারের জন্য মাথা নিচু করতে বলে
সগর্বে দাঁড়িয়ে থাকা ঐ পিশাচের সামনে।
তবু ওরা চোখ বুজে হাসে
কেননা,হৃতপিন্ডের ভেতরে এখনো
রক্তত্যাগের নিশ্বাস বইছে।