বদ্ধ ঘরে সমাহিত বহুকাল ধরে
জানি এখনও রঙিন পাতা নড়ে;
কৌমুদীর মতো।
মজুরের চোখ বসে যায়নি
ওদের লাশটা শেয়াল-কুকুর খায়নি।
ভিনদেশী নবাগত নয়
বিচ্ছেদ হওয়া জনগোষ্ঠীও নয়;
এরা আমাদেরই রক্তের ভিন্ন প্রাণী।
উপনিবেশদের সংকটে যারা ব্যগ্র।
পালাবার পথ খোঁজে,
ক্ষমা করবে কি মাটি?
বেঈমানী আর নোংরামী।
এখনও স্বাধীন হও
কালো অক্ষরে নত থাকা
ঘৃণ্য ইতিহাস থেকে।
ঘাতকতা করে পার পাবেনা
তখন কেউ ছুটে যাবেনা;
যখন শহিদমিনার থেকে আসবে প্রতিবাদের ঢল।
ছিঁড়ে ফেলবে যত দাসত্বের বেড়ী
আর অনাকাংখিত প্রভূদের হুংকার।