তুমি বাংলার প্রতিটি মানুষের অন্তরে
তুমি করেছ এক বাহুডোরে;
সমগ্র বাঙালী জাতিকে।
আজও তুমি বেঁচে আছো আমাদের বুকে
বিদ্রোহ বাণী কে আজ রুখে।
জাগ্রত চিরকাল হে জাতির জনক
তুমি শাশ্বত জনতার বীর ধ্রুবক।
হে বীর বাঙালী
তুমি জন্মেছিলে একটি পতাকা আনবে বলে
তুমি জন্মেছিলে একটি স্বাধীন রাষ্ট্রের স্থাপনা করবে বলে।
তুমি তো দিয়েছো মজলুমের অধিকার
তুমি আনতে দাওনি হাহাকার;
এই লাল-সবুজ পতাকার দেশে।
তোমাকে স্মরণ করছি আজ
অসীম শ্রদ্ধায়
জন্ম তোমার ধন্য এই মানচিত্রের পর্দায়।
(বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে)