একটি দেয়ালের ছায়া
নীরবে,নিস্তব্ধতায়
তপ্ত দুপুরের অস্থিরতায়
অদৃশ্য অংকনগুলো হারিয়ে ফেলে।
আদি-পুরনো হস্তে এগুলো আঁকা
খুবই যত্নে মোহরের মতো রাখা।
স্রোতের নাগাল পায়নি,
নতুবা ভেসে যেত অনেক দূরে
কোনো না ফেরা অন্তিমপুরে।
পথ বেয়ে চলে সন্যাসীদের দল
আমরা খুঁজে ফিরি অনর্গল
কিছু কথা কিছু ইতিহাস।
যা রক্তলেখায় গেঁথে আছে
বীরউক্তি হয়ে এই দেয়ালের মাঝে।