টেবিলের নিচে পৃথিবীর সবচে ক্ষুদ্র
মানুষটা পড়ে আছে
আমি হাতে তুলে নিলাম।
প্রান্তের বিশাল কোনায়
রকবাজের মতো
দাঁড় করিয়ে রেখেছি।
বাতাসের সাথে ক্রোধ মেটানো শেষ।
এখন পৌঁছেছি লাঠিঘেরা একটা আস্তানায়।
জাবালিরা সামনে দেখে
আর আমরা দেখি পেছনের ছায়া
ক্ষুদে মানবের আওয়াজে এখন
দেবতার যত মায়া।
ইক্ষিত আসমান সবুজ হয়;
এবং কান্নারা ভূলে যায়
''অবিনশ্বর মায়েদের কথা''।