আমরা ঘর থেকে
হাঁটবার জন্য বের হইনি
বরং ঘরটাকে পাহারা দিচ্ছি
ঐণিক;
আমি গভীর
আমাকে কানা করে দিতে পারো,
কিংবা আগুন ঢেলে দিতে পারো
এই সুরভিত চোখে;
ঘর তো আমাদের একই।
পড়ে থাকা ছই
আমি কি যে কই
ঋ-কারেও ঘুম হতে পারে
তবে আমদরবার ফাঁকা থাকতে হবে।
''আমজনতা ক্রুদ্ধ না থাকলে অসংখ্যা পুঁজ-পাঁচড়া দেশের বুকে নিয়েও আরামসে ঘুমিয়ে থাকা যায়।এটা সবার ক্ষেত্রেই সঠিক।''