দূরীভূত নিশানের চিহ্নগুলো
সমাহিত করা শব্দগুলো
অপরাহ্নের সাথে জেগে উঠে
ধূসরিত এই পৃথিবীর বুকে।
বজ্রকন্ঠে আওয়াজ তুলে রাজপথে
ভীত নই মোরা হিংস্রতে।
যারা শত্রুর রক্তে বেঁচে আছে আজও
স্থাপন করেছে সহিংসতার রাজও;
ছড়িয়েছে মিথ্যার বিষবাষ্প
ধ্বংস করেছে সব হৃদ-পুষ্প।
তাদের সমাধির জন্যই
এই বিস্তীর্ণ ময়দানে আজ এক হয়েছি।