সালাম জানাই নবাব তোমায়
জানাই শ্রদ্ধা অনেক
মোরা অমাত্য আজ নতুন করে
যুগের শ্রেষ্ঠ বারেক।
করছি খুন,মারছি তূণ এবার দাওগো রক্ষে
প্রাণ তুলে দাও যত্ন করে রক্ত মাখা বক্ষে।
জ্বালাই আগুন নতুন করে তোমার ইশারায়
দ্রোহী সকল হিংসে মরে মোদের পাহারায়।
তোমার মতেই ধ্বংস হলো শহিদ মিনার স্তম্ভ
স্মৃতিসৌধের সামনে দাঁড়ায়ে দেখাও তোমার দম্ভ।
রাজ-পথের সামনে থেকে যাচ্ছে ওরা হটে
অনন্তকাল রাখব ধরে তোমার ছায়া বটে।
তবু কান খুলে আজ শুনে যাও, যখন ঊষার
সাথে সাথে জেগে উঠবে বিপ্লবী জনতা,
প্রভঞ্জনের সাথে কেঁপে উঠবে ক্ষীপ্ত রূহ,
সন্ধ্যা নামার আগেই তোমাদের রক্তে ছেয়ে যাবে
অস্বস্তিকর নীল আকাশ।