প্রভাতের আলো ফুটেছে রঙিন হয়ে
পাখিরা উঠেছে জেগে সুমধুর তান লয়ে।
একুশে ফেব্রুয়ারি তুমি বাংলার প্রাণ
এই দিনে পেয়েছি বাংলা ভাষার সম্মান।
সালাম,জব্বার,রফিক,বরকত
পড়েনি ওরা জীবনের মোহ'ত।
রক্ত দিয়েছে রাজপথে।
আজও মুছেনি সে রক্ত হৃদয় থেকে
একুশে ফেব্রুয়ারি তুমি গিয়েছ ইতিহাস রেখে।
সালাম জানাই সকল শহিদদের প্রতি
অমর বিদ্রোহী ওরা,সত্যের সদা ব্রতী।