দূরন্ত বাতাস,নির্মল রোদ
পথিকের নীরব স্লোগান
নেই কোনো সাইক্লোন আর ঝড় তুফান
তবুও বিচ্ছিরি-অশান্তিগুলো ঠাঁই পেতে চায়
দীর্ঘ অস্তিত্বে।
মৃত্যুর নেশা নেই তাঁদের
শুধু জীবন্ত আত্নাগুলোকে
পরিণত করা ধ্বংসকারী শয়তানে
অমানুষ;তার কোনো সাড়া নেই ।
কবরে খোদাই করা
রক্তের দাগ তার চোখে পড়েনা
সে জানে শুধু নিজেকে
তার পথচলার শেষ নেই।
আগুন আর বিষাক্ত বাতাসের পথে
সে চলে
শুধু তাই নয় সে ধ্বংসকারী,
জাহান্নামের আগুনে দগ্ধ করে
পবিত্র আশরাফকে।