কালো শিরা পড়ে গেছে পিঠে
নিত্যদিনের চাপরাশি আর চাবুকে
চিন্তা নেই,মাথা ছেড়ে শুধু কাজে মন দাও
আরো বিশ ঘা লাগাও ভাবুকে।
মনিবের হাত থেকে কখনো কি ফসকে পড়বেনা
এই কালো সাপখানি
ধরা পড়ে যাবে আরশের তলে
বন্দি থেকেও অম্লানি।
কুকুরের মতো লেলিয়ে দেয় শ্রম পাহাড়ের পাদদেশে।
হাঁপিয়ে উঠেছে উদ্বাস্তুরা
বিশ্রাম নেবার সময় নেই।
বিশ্রাম শব্দটি তাঁদের কাছে সাপের মতো মনে হয়
গলা পেঁচিয়ে তালুতে ছোবল মারে।
নির্জীব,অবশ হয়ে উঠছে মাটির হাতখানি
তবু ঘাঁটিটানা অবিরাম
পিছনে চাবুকধারী
কখন না জানি কাঁপায় নাড়ী।
যদি সংগঠনের বুকে ঐক্য গেঁথে দিতে পারো
যুদ্ধের তরী ভাসিয়ে বীরদর্পে আসতে পারো,
সুষ্পষ্ট সত্যের কথা বলতে পারো
তবে যতই আঘাত হানা হোক
মৃত্যুর লাগি
নবপ্রজন্ম সাইক্লোন হয়ে
আবারো উঠিবে জাগি।