হারব,তবু মারব
আঘাত সইব তবু ছাড়বনা ওদের।
পিশাচ হয়ে এসেছে এই পৃথিবীতে।
দাঁত বসিয়েছে গরীবের ঘাড়ে
কৃষাণ,জেলেরা কি পারে;
ওদের আটকাতে?
হ্যাঁ,পারে।
এবার শপথ নিয়েছে ওরা।
শোনো হে মুখোশধারী অহংকারীর দল
জানোনা লাগামের শত বল।
একবার আটকে ধরলেই থেমে যাবে সব ঘূর্ণিঝড়
আর থাকবেনা বিষময়,অন্ধকার পথে চলার গতি।
সবখানে লেখা থাকবে যতি।
মুক্তমঞ্চের সামনে দাঁড়াবে স্বাধীনচেতা বিপ্লবী
ধূলোর মাঝে লুটিয়ে পড়বে অপরাধকারী সবি।