সন্ধির সাথে বিমুখতা
পরাজিত নই এখনো।
শত্রুর সাথে লড়ার ক্ষমতা এখনো আছে
কাপুরুষের মতো কতদিন কে আর বাঁচে?
রক্তের মাঝে বইছে প্রতিশোধের ভয়াল স্রোত
অগ্নিবলকের মতো এ বাংলার আমি বিদ্রোহী সূত।
হবো বিজয়ের নতুন সেনা
ওরা জিততে পারবেনা;
কখনো।
এই সবুজ মাটিতে জন্ম নেওয়া
বীর-বাঙালীদের বিরুদ্ধে।