রাতের তারাগুলো নিভে যায় ধূসরিত পথে
ঊষার জাগ্রত অভিমান দূর মোহনীতে,
তাম্রলিপির বুকে খচিত সন্ধ্যার ঠিকানা।
ছায়াময় রাজ্যের নতুন গন্তব্য।
গ্যালাক্সির মাঝে একটাই প্রাণের আশ্রয়
একটাই রক্তের ধ্বজাধারী,
সম্মোহিনী সে।তবু আজ বিপর্যস্ত হয়ে গেছে
আমাদের কারণে।
আমরা আত্নহত্যার পথ বেছে নিয়েছি
আত্নত্যাগের নয়
আমরা খুন করতে শিখেছি কলম ধরতে
শিখিনি।
তাবত পৃথিবী আজ ভয়ংকর
সুনামির কবলে
আঘাত হানছে ক্ষুরের মতোন
সহোদর যেন সবলে।
হত্যা,রাহাজানি আর সন্ত্রাসী
সব মিলিয়ে আমরা ঘৃণ্য বনবাসী।
বিজয়ের নিশান পুড়ে গেছে
তপ্তজ্বালা ফাগুনে
মরছে সকল জোয়ান-মর্দ
বিদ্বেষের ঐ আগুনে।