হিংস্রতা ছেয়ে ফেলেছে দিগ-দিগন্ত
মানুষের কোলাহলে আজ 'বিদায় মনুষ্যত্ব।
রক্তিম সূর্যের আহবান আজ ধ্বংসের পথে
যেন নীতি নৈতিকতা ছেড়ে ডুবে আছে পশুর রক্তে।
রাস্তায় পড়ে আছে অচিন লাশ
কেউ চেনেনা ওকে
শুধু চেনে সে যার গাড়ীর চাকায় লেগে আছে
এই পথশিশুর গাঢ় কালোরক্ত।
প্রকাশ্যে খুন করে ওরা হেঁটে যায়
ইজ্বত নিয়ে খেলা করে প্রত্যহ।
উচ্ছেদ করে সব শালীনতা
খোদাই করে সন্ত্রাসী আর বিভৎস মৃত্যু।
এই ধ্বংসযজ্ঞের সাথী আমরাও হই
নিজেদের প্রস্তুত রাখিনা 'রণাংগনের দাপটে'।
ওরা হেসেখেলে অপরাধ করে
বাধা দেয়না কেউ।
তাইতো ধুঁকতে ধুঁকতে মৃত্যু হয়েছে মনুষ্যত্বের।
আল-বিদা বলে গেছে সে
আর আমাদের জন্য রেখে গেছে এক ''বিপদসংকুল পৃথিবী''।