অভ্রনীল এই আকাশে
মেঘময় সুগন্ধি বাতাসে
পথিক হেঁটে চলে সফেদ পথ ধরে।
সময়ের ক্রান্তিলগ্নে
স্বপ্ন কিংবা দুঃস্বপ্নে;
বজ্রকন্ঠ থামেনি মশাল-মিছিলে।
মানবিকতার উচ্ছাস মিলে
আলোকিত করে তুলব এই দেশ
বহমান রবে চিরকাল পবিত্র বাংলাদেশ।
এ আমার লাল-সবুজ পতাকার শপথ
স্বপ্নের হাতকড়া ভেঙে শেষ করব সব দ্বিমত।