সূর্যগ্রহণ লেগেছে ধরায়
অশ্রু চিহ্ন মেঘেতে গড়ায়।
অস্তিত্বের ধারে জন্মান্তর হাসে
অঙ্গারের তাপ নাহি ভালোবাসে;
রোদে পোড়া মুখখানি।
ক্রোধান্বিত ঈশ্বরের ভয়াল উক্তি
মহামানবের পথ চিনে রাখো,
মিলবে নতুন মুক্তি।
শৈবাল ঘেরা দেয়ালের মাঝে
লৌহকাঁটারা প্রথমে সাজে;
আকাশচুম্বী কলরব হয়ে।
খাজনা রয়ে গেছে অনেক।
মেটাতে পারিনি সময়ের ধার
অথচ অর্থের বহু সম্ভার;
জীবিত রেখেছি ড্রেনের চারপাশে।
যুক্ত হচ্ছি যুক্তিবাদীর বেশে
আর হাসিমুখে দেখছি উদভ্রান্ত জনতার
''আরেক মধ্যযুগ''।