ঘড়িটা আমার বিশাল বড়
চোখ খুলে নেই রাতে
পোকার দখল দেখছি এখন
আমার পান্তা-ভাতে।

জেয়াফতের চোখ দেখেছো
কেমন রক্তমাখা
আমি শাহীন তাদের মতো

"তাদেরই উপ-শাখা।"