বৃষ্টিরা যেন রাস্তার উপরেই
হাঁক দিচ্ছে পেছনের মানুষগুলো,
সে কি নিজেই এসেছে এখানে?
নাকি তার সাথে ঐ ধূলো।
ও বাড়ির আলো নিভে গেছে,
রংকিনি উঠে পড়ে
আমাদের ঘরে।
আমরা পৃথিবীর মানুষ,তবুও দেখতে পাই
স্বয়ং পৃথিবী;
পাল্টে যাচ্ছে এক বিশাল মানুষে।
আরদ্রো শিখরের মতো তাকায়
বিনত সৌন্দর্য আর মায়াতে রাখায়;
সে মানুষ হয়েই থাকতে চায়।
রংকিনি,
গল্প করো,
আর বাদুলে সবুজ আরো গাঢ় হয়ে উঠুক
সমিতো রূপ ধরে।