ভেবেছিলাম স্বাধীনতা হবে শপথের হৃদয়ে
কিন্তু আজ ডুবে আছে অন্ধকার গিরিপথে।
প্রতিষ্ঠা হয়েছিল সুশীল সমাজ
অথচ আজ অশ্লীল কারাগারে বন্দি সবাই।
যেন ভূগর্ভে মরে থাকা নরপিশাচেরা
জেগে উঠেছে আবার
সত্যের পথ ছাড়া
আর কোন পথ নেই যাবার।
বুকের মধ্যে থাকা বিবেক
বাধা পড়ে আছে আজও
ওরে শ্রেষ্ঠ বাঙ্গালী সাহস নিয়ে
এবার যুদ্ধে সাজো।
দূর কর সব দেশদ্রোহী,
নরপিশাচ আছে যতো
রক্তবন্যা বইছে নিত্য
আর সইবে কত?
এবার গর্জে উঠো দামাল ছেলে
আগ্নেয়গিরির মতো।