নতুন বোশেখের দিনে
কখনো রোদ্দুর,মেঘ
ছেয়ে যায় প্রশ্ন বিনে।
আসে কালবৈশাখী প্রলয়ংকরী হয়ে
আলোরা লুকিয়ে যায় ভীষণ ভয়ে।
শালিকের সুর শুনিনা প্রান্তরে
ডুবে আছি এই মন্বন্তরে।
না জানি নতুন সূর্যের উদয়লগ্ন
না জানি সত্যের পতাকা উড়ার ক্ষণ
মেঘবালিকার দিকে চেয়ে আছি
অপলক নয়নে
মৃত্যুর আহাজারি শুনি শুধু
স্বপ্ন-শয়নে।