সুসজ্জিত বেশ আড়ম্ভর নগর এখন সুনসান নীরবতায়,অবজ্ঞার কালো আঁধারে আচ্ছাদিত।
তবুও আছি-থাকবো এই নগরে।
যদিও কিছু বিষকুম্ভ হৃদয়ের বিষে বিষাক্ত আমি।আত্মার কোমল জমিনে তরবড় করে গজিয়ে উঠছে শুধু বিবাদের বীজ।
যদিও স্নেহ, ভালোবাসার সীমানায়, ক্রমেক্রমে অবজ্ঞার বিরামহীন আগুন জ্বলজ্বল করে জ্বলছে; তাপদাহে হৃদয়ে জলপূর্ণ অজস্র ফোসকা।
তবুও আছি-থাকবো এই নগরে, কিছু নগরবাসীর অনুরাগে।
রোজনামচা খুলে মিলিয়ে দিবো সঠিক সময়ে সরল হিসেব।এখন না হয় আছি এ নগরে অবজ্ঞার রঙে রঞ্জিত এক মূর্তি।