উদগ্র চিন্তারাজ্যে এক নস্টালজিক কামনার জলধি।
যেখানে উত্তল ঢেউ,বারি ফেনার পরতে পরতে-
কবি’র সমস্ত অনুভূতিগুলো সম্প্রতি জলে ডুবে যায়।
কখনো জলস্ফীতিতে ফুলে ওঠে একটু সুখানুভূতি।
আবার জলের পৃষ্ঠতলের অবনতিতে আসে দুঃখানুভূতি।
উজানভাটির আকর্ষনে -
সরবরাহের স্বল্পতায় -
তীরের বুকে কামনার অর্ধমৃত চিহ্ন দেখে কবি’র নিঃশ্বাস আর বিশ্বাসের শ্রেষ্টত্বের লড়াই শুরু।
তবুও অবনত ভাবে জলের বুকে সাঁতার কাটে সহস্র গুপ্ত যুবতি স্বপ্ন।
পাল তুলে মাঝিমাল্লা পাড়ি দেয় প্রাচীন পথ!
ঘোলাজলে একাকার হয়ে অসভ্য কামনা-বাসনার তীব্র স্রোতে মন ভেসে যায় কামের মুখোশ বেষ্টিত প্রেমের সমুদ্রগর্ভে।