এমন আশ্চর্য দিনে -বিচ্ছিন্ন হ'য়ে পরে থাকা -
যেভাবে মেঘ;ক্রমেক্রমে ঝাপসা করে অবসরে__
লুকিয়ে নেয় আমাদের রোদমাখা পিতল দিন।
সমস্ত দিন পাতাভেঁজা বৃষ্টির সুরে; আর দূরের হাওয়ায় ঝুলে ছিলো বেওয়ারিশ প্রেম আখ্যান-!
এমন দিনশেষে-দূরের কাছের যৌথ আলোচনা--
দ্যাখো যুবতী সন্ধ্যার গতরে ডুবে নিরবে লুকায়-
আর আকাশের গাগরি থেকে কলাপাতার উপর জলের টুপুরটুপুর রাতের আত্মিক সুরের গুঞ্জনে-
-তোমায় বড্ড মনে পড়ে "মিসোলা" মনে পড়ে…