গভীরে রাত বাড়ছে নিজস্ব নিয়মে
দূরের একদলা অন্ধকার বুকের ভেতর —
দোল খায় দিক চিহ্নহীন অস্থিরতায়।
পাগলা বৃষ্টির দল—যেন আকাশের গাগরি বেয়ে,-
কঠিন অভিমানের শামিয়ানা ভেদ করে -
মাটির বুকে অস্থিত্ব ফেলে কাতরাচ্ছে!
এমন রাত মিসকালো অপূর্ণতার তালা খুলে
আরো হতাশার সম্ভাবনার দিকে আমায় টানছে—
যেন আমার চোখেরজুত এলোমেলো অন্ধকারে সাঁতরাচ্ছে।
এমন একলা রাতে ভয় লাগে হাওয়ার গুঞ্জনে; টিপটিপ বৃষ্টির মলিন সুরে--
দৃষ্টির সুদূর পথে ভয়ংকর অন্ধকার তাঁবু ঘেঁষে -
নিয়ন বাতির কপাল জুড়ে—ভাসছে স্পষ্ট তোমার ছায়া চুম্বন আর চোখেমুখে ভাসছে হরেকরকম অন্তর জ্বালার বিজ্ঞাপন!
মনের সব কথার যৌথসভা—
যা অনেক আগে জলজ কল্পনায় মিলে গেছে দূরের-- কোনও মায়ার -ছায়ায়।
তবুও নিস্তব্ধ অন্ধকারে-
শুধু দূরের -কাছের হাওয়া ডাকপাখি উড়ে উড়ে বলে যৌথ কথার শেষ কথা—
তোমায় বড্ড মনে পড়ে "মিসোলা "মনে পড়ে____