ফাগুনসমীরণে ধূলির সুক্ষ্ম কণা উড়ে লোমকূপ থেকে নিঃসৃত জল মিলে কাদাযুক্ত আমার অঙ্গপ্রত্যঙ্গ।
দর্শন্দ্রেনিয়ের সহযোগী নীল ফ্রেমে আবদ্ধ গ্লাসও ঘোলাটে।
ঝাপসা দৃষ্টিতে বয়োবৃদ্ধ স্বপ্নের হাত ধরে কল্পনাবিলাসে ব্যস্ত নগরীর কংক্রিটের প্রধান সড়ক দিয়ে গন্তব্যহীন
ছুটছি --
ছুটে চলেছি আমি--
সর্বদিক থেকে সমস্বরে অপূর্ণ প্রত্যাশার ক্রন্দনধ্বনি উঁচু নিঁচু ইমারতের ধাক্কায় অনুরণিত।ক্লেশিত মনে-
হাঁটতে---
হাঁটতে আমি --
নির্জনতার আবেশে দেখি সত্য, সুন্দর বাগানে কপটাচার আগাছায় ভরপুর।
বিশ্বাস-আশ্বাসের গাছগুলো জীর্ণশীর্ণ অর্ধমৃত।
ভালোবাসার গাছে অঙ্কুরিত অজস্র অপুষ্ট ফুল।