আমি ঘোর স্বপ্নে দেখি,উদ্ধত ঘাতকের নির্মমতা;
আগস্টের কলঙ্কময় শেষ প্রহরের বিভীষিকাময় ছবি।
আমি অনুজ্জ্বল চোখে দেখি,
পিতা হত্যার অঙ্কিত প্রতিকৃতি।
আমি ঘুমাতে পারি না,আজও না ;
চাপা শোকে অষ্ট প্রহর জেগেই আছি।

আমি আগস্টের রক্তে রঞ্জিত ইতিহাস পড়েছি-
মায়ের মুখে বেদনাময় ঘটনা-উত্তর শুনেছি -
ফুঁপিয়ে ফুঁপিয়ে অন্তর কাঁদে,
ধুকপুক শূন্যে বুক পাজর কাঁপে।
আকাশ, বাতাস প্রকৃতি বলে;
নিভে যাওয়া অন্ধকার কষাঘাতে;
ভৌগলিক অঞ্চলের প্রোজ্জ্বলিত বাতি।

আজও ভাবাবেশে শোকানুভূতি,
বুকে চাপা দীর্ঘশ্বাসে,বোবা কষ্ট নিথর মনে;
হে পিতা তোমার পথ চেয়েই থাকি।

[]
[বাঙালি জাতির পিতাসহ ১৫ই আগস্টে নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি]