অন্ধকার কোলাহলে ফাইবার বালিশ বুকে চেপে রাত প্রায় শেষ।ঘুমহীন অস্বস্তিকর ব্যধিব্যস্ততায় কানে বাজে কালো কাকের কণ্ঠে অশ্লীল উল্লাস।
প্রাতঃস্নান জ্যোৎস্না দেখে দিনের আলো ভেবে জেগে উঠি।
আমি মন মনান্তর, বন বনান্তর; সুদীর্ঘ পথে হেঁটে নিরন্তর!
নির্জন হৃদয়ের গভীরে রূপান্তরিত এক অভিন্ন মন্থন।
ঝরা বকুল ফুলের গন্ধ ভেসে যায় নিঃশ্বাস স্পর্শ করে হিমেল হাওয়ায়।
সূক্ষ্ম জলবিন্দুর পুঞ্জ ধোঁয়ায় ফেলে আসা স্মৃতির ছায়া দাঁড়ায়।
সুনসান নীরবতায় মৃত স্মৃতির উৎসবে ডুবে যায় ততক্ষণে - চারপাশ কাকের উল্লাস
যেখানে আমার ক্লান্ত রাতের ব্যথা ভুলে যাবো প্রত্যাশিত ভোরের কলতানে।
ক্রমাগত বহতা অন্ধকার কেটে রৌদ্রের আনাগোনা হবে পৃথিবীর প্রান্তর জুড়ে-
যেখানে আমার কিছু প্রশান্তি ধীরে ধীরে নেমে আসবে পাথরের মতো নিথর মনে।
কিন্তু সেখানেই প্রদীপশিখা নিজস্ব ছায়ার ভিতরে লুকিয়ে যায় অন্ধকার গল্পের স্বরে।
ঝুমবেদনায় দেখি চুম্বকীয় রশ্মির কোন বস্তুই দৃশ্যমান নয়। জানি অন্ধকার আপেক্ষিক!তবে অপেক্ষাকৃত এখনো আলো নেই।