উঁচুনিচু এলোমেলো ঘেঁষাঘেঁষি কংক্রিটময় ইমারতের ফাঁকেফাঁকে-
এ শহরের দুর্গম অপ্রশস্ত, আকাবাকা সরু পথে
কৃত্রিম আলো-আধাঁরি ক্রমাগত আমায় গলা টিপে ধরে।
এ যান্ত্রিক নগরে বিরামহীন অস্বস্তির ঢেঁকুর তুলে, হারানো নিরন্ত সুখবোধে-
ক্ষনেক্ষনে আর্দ্র চৈতন্যে কষ্টের সুর বাজে বুকে,
এখানে আমি নেই সুখে।
সবুজ শ্যামলতা বিহীন,অবিশ্রাম বাতাসহীন উজ্জ্বলতার বিকাশে কর্কশ প্রকৃতি কৃত্রিমরূপে সেজে আছে।
প্রাকৃতিক পরিবর্তনের যেনো নেই কোন বিভাজন।
এই রাসায়নিক কোলাহলময় আবেশে আমি নেই সুখে।
কঠিন পাথরের চার দেয়ালে আটকে আছে বৃত্তবন্ধি জীবন,ভুলে গেছি রাসানুভূতি, সুখানুভূতি -
শুধু নিঃশ্বাসে ভেসে আসে ক্লান্তির-ধ্বনি-
তবুও আমি আছি অসুখাবহ অতিক্রম করে কৃত্রিম সৌন্দয্যে জীবনের তাগিদে।
এই শহরে আমি নেই সুখে।