যৌবনের প্রত্যুষে নিভৃত কামনার স্লোগান।
-অযুত নিযুত স্বপ্ন হৃদয় রাজ্যে সমাহার।
অভাবনীয় কল্পনায় ধূষর বর্ণে টইটুম্ভুর চাওয়া পাওয়ার খেলা।
ভুলভ্রান্তির দরজায় তালা, শুধু কাছে পাওয়ার উৎকন্ঠা।
হায়রে মন! এ তো পীড়নের নামান্তর!
দিকশূন্যপুরে উদাস স্বপ্ন হৃদয়ে চরম উল্লাস।
মন মানে না কিছু -হৃদয় মাঝে ঢেউ!
বেপোরায়া ঢেউ!
ক্ষণেক্ষণে জাগিয়ে তোলে ভোগ আর শান্তির স্বপ্নিল পথে দূরে বহু দূর।
বাস্তবতার আবেশ ভুলে অসম্ভব ভয়ঙ্কর শব্দ ছন্দে হৃদয় দুলে—
শুধু গেয়ে যায় নিভৃত কামনার গান।