অন্ধকার থেকে মন পোড়া গন্ধ ভেসে আসে
সাবেকি জোনাকি অপলক জ্বলে নিভে গেছে
বন বনান্তর পুড়ে গেছে
প্রাক্তন জোছনা গলে গেছে
দেয়ালের কার্নিশে টুনটুনিও কাঁদে পোড়া গন্ধে
নির্জনতার নির্জনে, ভাবনার অতলে ডুবে থাকা ছাড়া কিছু নেই ;আমার কিছু নেই
বুকে অতীতের সাপ ওঁত পেতে আছে
ওঝা মন্ত্রতন্ত্র পোড়ার গন্ধে ভুলে গেছে
অন্ধকার থেকে আধোআধো স্বর ভেসে আসে
“কিছু নেই, কিছু নেই…
আমিও তোমার মতো নিঃসঙ্গ-তায় ডুবে
দুঃখের উৎসবে মন পোড়ার গন্ধ পাই।