সামনে পিছনে প্রখর রোদ্দুরে শরীর মেখে—
আশ্রয়হীন হাঁটছি তো হাঁটছি...
পথ ব্যস্তসমস্ত, দ্রুত হেঁটে যায় সময়
কোনোখানে এতটুকু বাতাস নেই—
পথ খুঁজে যাচ্ছি তো যাচ্ছি, (পাচ্ছি না!)
হাঁটছি পথে পথে—ক্রমশ নিচ্ছে জটিল বাঁক!
দ্বিধা দ্বন্দ্বের মাঝে পথ হারিয়ে,নির্বিঘ্ন!
হাঁটছি তো হাঁটছি—পিছনকে আরও পিছনে ফেলে!
গত বছর অবধি এমন ঘোরতর দুর্যোগ
কাটেনি আজও—তবুও হাঁটছি তো হাঁটছি...
একাকী নতুন প্রত্যাশা জাগিয়ে!
যেন ডাগর চোখে দুঃখের কোলাহলে,আমার চিরকাল চেয়ে আছে সমকালের দিকে—
তবু হাঁটছি তো হাঁটছি— নিরাশায় ভবিষ্যতের পথে!
অথচ, ধূসর অতীত এখনো বর্তমানের কাছে হাঁটুগেড়ে বসে -পথ খুঁজে পাচ্ছে না!
তবুও হাঁটছি তো হাঁটছি—পিছনকে আরও পিছনে ফেলে!