সময়ের পরিক্রমায় নীরবতার চাপরাশ পেয়ে__
দ্বৈতসত্তার নিখাদ প্রবঞ্চনায় অজস্র রাত আমি ঘুমাতে পারিনি।
আমার মস্তিষ্কের কোষে আবেগময় স্লোগান!
একাকীত্বের নীলাভ বুক পুকুরে ঢেউ -
দৃষ্টির সুদূর সীমায় ভাসে মিসোলার প্রতিচ্ছবি।
বিস্মৃতির ধূসর স্মৃতিতে,ঘুমঘোরেও স্পষ্ট তুমি।প্রেম আমার।
এখন রাসায়নিক কোলাহলমুক্ত ভাবনার বোঝা নেমে আসা স্বপ্নসুখের ঘোর অন্ধকারে ঘুমিয়ে পড়েছি।
তন্দ্রাবেশে দেখা বিমূর্ত।
অবিশ্বাসের নির্মম আগুনের তাপে ঝলসানো উদগত দৃশ্যমান ধোঁয়ার আত্মরতিতে স্বর্গীয় প্রেমের প্রলেপ মাখা; ছায়াময় দেহ।
আকুল কান্নার শব্দ।
অনুশোচনার ঢেঁকুর তুলে-ক্রমাগত দুহাত রগরে অসহায়ত্ব প্রকাশ।
যন্ত্রনা কাতর ধ্বনিতে ধেয়ে আসে আমার সন্নিকটে।
হঠাৎ বিতাড়িত বসন্তকোকিলের ডাকে ঘুম ভেঙে অবসান স্বপ্ন।