অন্ধকার কোলাহলে বুকে প্রেমের মশাল জ্বলে।
সূর্যের সাময়িক অবসরে পৃথিবী ডুবে আছে ঘোর অন্ধকারে।ঝোপঝাড়ে ঝাঁক বেঁধে উড়ে বেড়ায় জোনাকি, প্রজননের সংকেতরূপে।
আকাশের বুকে বন্ধ্যা মেঘ উড়ে যায় বিশুষ্ক মরুদেশে। শীতের উৎসব ভুলে পরিযায়ী পাখি উড়ে যায় উষ্ণ দেশে।
তখন আমি রাত জেগে তোমার স্মৃতি নিকোটিন পোড়াই,ভস্ম করি আমার অস্তিত্ব থেকে তুমিময়, তুমিকে!
আবার অ্যালকোহলে ডুব দিয়ে আনন্দজনিত মত্ততার আবেশে দেখি সুখ ও দুঃখদি বোধের অতীত।
দেখি স্মৃতির কার্ণিশে এখনো তুমিময়, তুমি।
তোমায় ভেবে ভেবে চোখের জলে ভেসে যায় -বিগতশোক।
প্রতিকূল সময়ের চিত্র ফেলে পাঠ করি তোমার গত ব্যথানাশক বাক্য।