অদৃশ্যের ওপারে ঘুমান্ত প্রেম ইশারায় ডাকে
অজানা সম্বোধনে ধুকপুক শূন্যে দেহ কাঁপে-
আলোআঁধারির মাঝে জীবন মৃত্যুর সন্নিকটে
এ নিদারুণ যন্ত্রনার আগাম হুইসেল মনেপ্রাণে
আমি যেভাবে একাএকা এলাম জগত মহলে
প্রত্যাশার অলিগলি ভুলে শেষ পথের সন্ধানে
আমি সেভাবে একাএকাই মৃত্যুর জন্য প্রস্তুত
পাপপুণ্য শূন্য করিডোরে মন পূর্ণ স্থান খোঁজে
হৃদয়ের বাতি ঘরে বাঁচার ধূপ নীরবে পোড়ে
চক্ষুগোচরে অন্ধকার জীবন মৃত্যুর সংগীতে
একদিন একাকীত্বের কন্টক শক্তিশালী হবে
আমার কান্নায় অদৃষ্টে কত দুঃসহ যন্ত্রনা হবে
আমি এবং মৃত্যু থুতনি স্পর্শের অপেক্ষায়…
নির্দিষ্ট সময়ের গতরে তবুও জীবন বয়ে যায়!