এখানেই এসেছি,যেখান থেকে আমার জীবন তড়বড় করে গজিয়ে উঠে।আমিত্ববোধ জানান দিয়ে,বহু অজানা পথ-চেনা জানা হয়ে ফিরেছে।
যেখানে আমার শৈশব, কৈশরের স্মৃতিরোমন্থন হয়,
আঁকাবাঁকা মেঠো পথের ধূলোয়-অতীত চিহ্নরূপে ধরা দেয়।চোখের পলকে পলকে সতেজ রৌদ্দুরে,শৈশবের দূরন্তপনা চিকচিক করে;হিমেল হাওয়ায়- সবুজ শ্যামল প্রকৃতির মাঝে।স্মৃতিময় সময়ের নিঁখুত চিত্র ভাসে।
এখানেই আমি যৌবনসুলভ সূর্যচশমা পরে,দূরবতী পথ পিছু ফেলে ;অনেক মনের চৌকাঠ পেরিয়ে, মতভেদ ভুলে; বাল্যস্মৃতির বুকে -শোনা না শোনা হরেক রকম বাক,ডাকে নিজেকে বিনির্মাণ করে বারবার ফিরে আসি নতুন রূপে।
এখানেই আমার পূর্বসূরি, এখানে আমার
উত্তরাধিকারী ;স্বজন বান্ধব কুল। সময়ে স্মৃতিপথ ধরে... মায়ার টানে এখানেই আসি বারবার...