আমারো মা আছে
যে আমাকে দশ মাস গর্বে ধরে চোখের জল ফেলেছে
যার কাছে আমি চির ঋণী
যে চাইলেই পারতো আমার জীবন প্রদিপ নিভিয়ে
নিজের জীবন আলোকিত করতে
তার গর্বেই হত আমার অবসান,
তোমার কাছে চির কৃতজ্ঞ মা
আমায় তুমি জীবন করেছো দান।
আমারো বাবা আছে
না বাবা না, মনুষত্বহীন, মানুষরুপী পশু
যে তার ভালাবাসা প্রকাশের অভিশাপসরুপ
আমায় করেছে দান
যে আমাকে নরকের পৃথিবীতে ফেলে
নিজের পৃথিবী করেছে আলোকময়।
মা, আমি তুমাকে মা বলে ডাকতে পারিনি
তোমার আদর ভালবাসা পাইনি
তবু তোমায় খুব মনে পরে মা,
তোমার স্পর্শ এখনো আমার গায়ে লেগে আছে
খুব ইচ্ছে করে
তোমাকে জড়িয়ে ধরে
হাউমাউ করে কিছুক্ষন কাঁদি,
মা তোমাকে খুব ভালবাসি।