আমার অনেক দিনের সখ কেউ একজন আমাকে চিঠি লিখুক
আশির দশকের মত বইয়ের পাতার ভাঁজে গুঁজে দিক চিঠি ।
মধ্যরাতের কোলাহলশুন্য মুহূর্তে
মস্তিষ্কের সমস্ত জানালা খুলে
চিঠি পড়তে বসবো হারিকেনের মৃদু আলোতে,
সদ্যপ্রাপ্ত চিঠিতে না থাক ভালবাসার কথা
না থাকুক প্রেম সংক্রান্ত কিছু
তবু মনের সকল তৃষ্ণা মিটিয়ে নেব
চিঠিতে লেখা জীবনের কথাগুলো পড়ে।
এই ইলেকট্রিকের যুগে এখন আর কেউ কাউকে চিঠি লিখে না,
মানুষগুলো কেমন যান্ত্রিক হয়ে গেছে।
এতদিনে কেউ একটাও চিঠি লিখলো না আমায়
একবার একজনকে বলেছিলাম আমাকে চিঠি লিখ
সে রাজিও হয়েছিল,
চিঠিতে নাকি মানুষের মনের কথার প্রকাশ ঘটে
কাউকে সহজে বুঝতে পারা যায় তার চিঠি পড়ে
খুব সম্ভবত সে নিজেকে আমার আড়াল করতে চেয়েছিল,
তাই আমার আর চিঠি পড়া হলোনা।
তবু আমার অনেক দিনের বাসনা কেউ আমাকে চিঠি লিখুক,
সারারাত ধরে চিঠি পড়ে তার মনের কথাগুলো বুঝার চেষ্টা করবো।