ইচ্ছে করে আকাশটাকে ছুঁতে
ইচ্ছে করে মেঘ হয়ে উড়ে বেড়াতে,
পাহাড়ে আছড়ে পড়া মেঘটাকে ধরতে
ইচ্ছে করে সমুদ্রের নীল জলে ভাসতে।
ইচ্ছে করে আকাশ টাকে ছুঁতে
গ্রামের খোলা মাঠে বাতাস খেতে,
নদীর ধারে বটগাছের ডালে ঝুলতে
সন্ধা বেলায় মায়ের বকুনি খেতে।
ইচ্ছে করে আকাশ টাকে ছুঁতে
গ্লাসটাকে ফেলে আজল ভরে পানি খেতে,
বোরহানির পঁচা গন্ধের পানীয় ছেড়ে লেবু-শরবৎ খেতে
মেকি সভ্যতা ছেড়ে গ্রামে ফিরে যেতে।