কবিতার রঙ্গে জীবনের ঢঙ্গে
অশনি সংকেত সদা সঙ্গে,
চকিত হৃদয় হঠাৎ ভাঙ্গে
আশা আমার নেই বঙ্গে।
কবিতার রঙ্গে জীবনের ঢঙ্গে
কষ্টেরা মিলে কলম ভাঙ্গে,
কবিগন নাচে নষ্টামীর সঙ্গে
সাদা চুলের ভারত্বের ঢঙ্গে।
কবিতার রঙ্গে জীবনের ঢঙ্গে
যুবকেরা নানা তালে আজ আশা ভাঙ্গে,
হতাশায় ডুবে নেশা আর ভাং-এ
ভালবাসা বলে কিছু নেই বঙ্গে।