সবাই বলে গরীব মোরা
ধনীদের দৃষ্টি শৃঙ্খলে গড়া,
পেট দেয় অণ্ণের তাড়া
তাইতো মোরা দিশেহারা।
সবাই বলে গরীব মোরা
ধনী হতে মন দেয় সাড়া,
উন্নয়নের বুলিতে জীবন ভরা
কাজের বেলায় মোরা মরা।
সবাই বলে গরীব মোরা
ক্ষুধার জ্বালায়, অণ্ণ হারা,
জীবন যেথায় কষ্টে গড়া
কষ্ট মোদের সদা করে তাড়া।