চৈত্র বাংলা মাসের শেষ মাস
শুষ্কতার জন্য সবার নাভিশ্বাস,
হালকা ধূলো উড়ায় বাতাস
নতূন পাতার সাজে মোর উদাস।

চৈত্র বাংলা মাসের শেষ মাস
সদা বহে বাংলায় পূবালী বাতাস,
কৃষকের ঘরে দারিদ্র্য আবাস
ব্যবসায়ীদের মুখে হাসির আবাস।

চৈত্র বাংলা মাসের শেষ মাস
গাছে গাছে নতূন পাতার আভাস,
বর্ষ জারী পুরাতন পাতার দীর্ঘশ্বাস
তার ও ছিল মনে এমন হাস।।