কাক বলে আমাকে অবহেলা কর না
আমি তোমাদেরই করুণা,
আমাকে দেখলে দেও তাড় না
তোমার মনে নানা দুষ্ট ভাবনা।
কাক বলে আমাকে অবহেলা কর না
আমি দুষ্টের দুষ্টের দূত বলে তোমার ধারণা,
পশ্চিমা দেশে আমি কল্যাণের বর্ণনা
সেখানে আমায় করে তারা আরাধনা।
কাক বলে আমাকে অবহেলা কর না
আমার কাল চেহারার রয়েছে বর্ণনা,
বিশ্বের অন্য দেশে আমি সাদা বরুনা
স্থান, কাল পাত্র ভেদে আমাকে নিয়ে নানা ধারণা।