জীবন মানেই কষ্টের নীলিমা
হাজার দিনের হাজারও কলিমা,
ব্যথা, বেদনা আর দাঙ্গা হাঙ্গামা
একটু প্রশান্তি, আকটু আশ্রয়ে শুধু মা।
জীবন মানেই কষ্টের নীলিমা
সকালের লাল সুর্য শুরু,
আর দিন শেষে আবারও
কষ্টের মিলন রেখায় ললিমা।
জীবন মানেই কষ্টের নীলিমা
জন্মের সময় শুরু হয়ে ছিল ও মা,
চলার পথে সামান্য পাওনা
মৃত্যুর কালে কষ্ট “ও মা” ।