কলম যে আর চলে না
রক্ত মাংসের শরীর কথা বলে না,
নির্যাতনের নিয়তি আর ছাড়ে না
চাটুকারেরা যে আর পিছু ছাড়ে না।

কলম যে আর চলে না
সংসারে সুখের চাকা ঘোরে না,
হাত চুলকালেও টাকা আর আসেনা
তাই তো কেউ ভাল বাসে না।

কলম যে আর চলে না
কবি হবার বাসনা পূরণ হ’ল না,
দেবদাস হতে চেয়েও হলাম না
যা চাইলাম তা আর পেলাম না।