নিয়তি আর ভাগ্য নিয়ে এলাম যশোর
দীর্ঘ ভ্রমন শেষে শরীর হল অসাঢ়,
করলাম অনুভূতি ব্যক্ত পেলাম প্রচার
জীবনের কষ্টে চলে চাকার প্রসার।
নিয়তি আর ভাগ্য নিয়ে এলাম যশোর
দেখতে চাইলাম মধু সূধনের ঘর,
সময়ের অভাবে যাওয়া হয়না আর
তাইতো আর সয়না যেন তর।
নিয়তি আর ভাগ্য নিয়ে এলাম যশোর
হারালাম যশ, খ্যাতি আর কর,
নিত্য নতুন গড়ে ঝামেলার পাহাড়
নীতি ও নৈতিকতা নেই কোন বালাই সার।