ইতিহাসে মঙ্গা স্থান পায়
দুঃখ-ক্ষুদা আর দারিদ্র্য তার নিত্য সঙ্গী তথায়,
১৮০৯ সালে বৃহত্তর রংপুরে ৭৬% মানুষ কৃষিহীন তথায়
শতবছর পরে বেড়ে ৮৫% হয়।
ইতিহাসে মঙ্গা স্থান পায়
১৯২১ সালে হ্যামিলটন-বুকানন বলে যায়,
রংপুরের ধনে চলে দেশের অন্য এ যায়
কালের বিবর্তনে সল্প ব্যবধানে চালের অভাব হয়।
ইতিহাসে মঙ্গা স্থান পায়
বৃটিশ শাসনামলে ১৮২ বছরে একাদিক দূর্ভিক্ষ হয়,
সেই যে মঙ্গার ইতিহাস নতুন করে স্থান পায়
দারিদ্র্যের দুষ্ট চক্রে উত্তর বঙ্গের মঙ্গা নিত্য সঙ্গী হয়।