মঙ্গার কোন রং নেই
কিন্তু সময়ের নানা রং পাই,
কেওবা কথার বুলি আত্ত ভাই
কেওবা অন্তর দিয়ে কাজ করে যাই।
মঙ্গার কোন রং নেই
দুঃখ-কষ্টের শেষ নেই,
অভাবী শিশুর খাদ্য নেই
পড়নের কাপড় কোথায় পাই।
মঙ্গার কোন রং নেই
বাবা মায়ের মুখে কোন হাসি নেই,
দুঃমুঠো ভাত খেয়ে শিশু হেসে উঠে তাই
অস্তি চামড়ার দেহে বাবার খুশির অন্ত নাই।