কথায় কথায় নীতির কথা
কাজের বেলায় বড়ই বৃথা,
চলতে ফিরতে বাজে কথা
মনের সাধই বড় কথা।
কথায় কথায় নীতির কথা
বাস্তবে সেতো অলীক গাঁথা,
বুড়োদের মুখে বুলির কাঁথা
বোবার মুখে বুড়োর মাথা।
কথায় কথায় নীতির কথা
চলতে ফিরতে মনের ব্যথা,
বড়লোকের সব কিছুতে আনন্দ গাঁথা
গরীবের বাচাঁর জন্য ঘামছে মাথা।