মোহনায় এলে নদী মরণ বলে তাকে
কষ্টের স্মৃতি থাকে বাঁকে বাঁকে,
ভাঙ্গা-গড়ার ইতিহাস পাকে পাকে
সুখ আর দুঃখের কথা থাকে ফাঁকে ফাঁকে।
মোহনায় এলে নদী মরন বলে তাকে
সৃষ্টির আদিতে প্রস্রবণ লুকিয়ে থাকে,
পাহাড়ী পথ পরিক্রমার গভীরতা থাকে
তীব্র স্রোতের ইতিহাস নূড়ি পাথরের ফাঁকে।
মোহনায় এলে নদী মরণ বলে তাকে
সমূদ্রের মিলনে দূর্নিবার আকর্ষণ থাকে,
পথ পরিক্রমায় কত না কথা থাকে বুকে
আদি হতে অনন্তে সবাই ইতিহাস হয়ে থাকে।